Professional Digital Marketing
About Course
বর্তমানে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর ভেতরে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তথ্য প্রযুক্তির এই যুগে মার্কেটিং বিশ্বকে বর্তমানে একচেটিয়া নেতৃত্ব দিচ্ছে ডিজিটাল মার্কেটিং। নতুন বিজনেসের প্রমোশন, মার্কেটিং বা চলতি বিজনেস এরই মার্কেটপ্লেস বাড়ানো নিয়ে হোক, ডিজিটালাইজেশনের এই যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া কোন ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলার কথা ভাবাই যায় না।
ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এমন একটি কৌশল যা একটি বিজনেসকে অনলাইনে ব্র্যান্ডিং করতে এবং সেল বাড়াতে ব্যবহার করা হয়।
অনলাইনে যেকোনো ধরনের বিজনেসকে প্রতিষ্ঠিত করতে এবং বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে সেল বাড়াতে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে কার্যকরী পন্থা। এছাড়াও, একটি বিজনেস বিগত দিনগুলোতে কেমন পারর্ফম করেছিল এবং বর্তমানে সেল বা বিজনেস গ্রোথ কেমন যাচ্ছে, তার সম্পূর্ন ডাটা মনিটরিং করা যায়। অর্গানিক রিচ/সেল ছাড়াও পেইড প্রোমোশনের মাধ্যমে দ্রুত টার্গেটেড রেজাল্ট অর্জন করা যায়। পেইড প্রোমোশনের জন্য সবচেয়ে জনপ্রিয় ফেসবুক এডস মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, গুগল এডস, লিঙ্কেডিন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইত্যাদি।